।। মধুমিতা নাথ ।।
নদীর
সঙ্গে মিল খুঁজেছো কখনো ---
তোমার
প্রয়োজন মেটাতে দুঃখ ঢেউ নেই কোনো
ভালোবেসে
জল ছুঁয়ে দেখো , পায়ের পাতা ডুবিয়ে
খেলো
খুশিখুশি নিক্বণে
তোমার
জন্য একটা সভ্যতা গড়ে দিতে পারি
মেসোপটেমিয়ান
...
তোমার
প্রেমহীন প্রয়োজনেও হাসতে থাকি
নৌকোর
পাটাতনে ছলাৎ যেমন ,
তোমার
জ্ঞানী উদাসীনতায় নিশ্চুপ হাহাকার ওঠে
শেষরাতের
জোয়ারে
তোমার
দুর্বিনীত ভাবাবেগে ছুঁড়ে দেওয়া
আবর্জনা
বুকে স্বচ্ছতোয়া গতি থমকায় প্রতিটি বাঁকে
দেখতে
থাকো ...
সব
কাজ সেরে , তোমার অবজ্ঞায় ,
তোমার উন্মাদনায় ,
তোমার
জন্য তোমারই অজান্তে
হয়ে
উঠতেও পারি এক মহামারী ---
এর
নাম প্রকৃতির প্রতিশোধ।।
---------------//------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন