“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

হারিয়ে গেলে

















।।  সুমন দাস।।



কলা ফেলে আমায় তুমি,
কোথায় হারিয়ে গেলে।
হৃদয়খানি মোর পুড়িয়ে গেলে,
ভালোবাসার অনলে।।
চলে যাওয়ার যদি ইচ্ছে ছিল,
কেনই বা এসেছিলে।
আপন করে মোর মনের ঘরের,
দখল কেন নিলে।।
চুপিসারে আজ কেন চলে গেলে,
আমার থেকে দূরে।
কালোমেঘ তাই ছেয়ে গেছে মোর,
মনের আকাশ জুড়ে।।

আমার কথা ভুলে তুমিও কী গো,
রয়েছ অনেক সুখে। 
নাকি নীরবে নিরালায় বারিধারা,
ঝরাচ্ছ দু-চোখে।।
 
যেখানেই থাক তুমি ভালো থাক,
এইটুকু করি কামনা।
নীরবে বসে সহ্য করে নেব আমি,
ভালোবাসার যন্ত্রণা।। 


কোন মন্তব্য নেই: