।। নীলদীপ চক্রবর্তী।।
পাতাল গহনে চাপা পড়ে থাক বিস্ময়ে –
ভুঁইফোড় হয়ে উঠুক নীরবে নির্ভয়ে
তৃণদল বুকে হোক সে সবুজ প্রাণ
বিকশিত হোক মাটির অলিন্দ নিলয়ে ।
মেঠো গন্ধ গায়ে পথ চলা হোক শুরু
ঘুরে বিজন প্রান্তর ধু ধু মরু
আসুক শহরে বিস্তীর্ণ লোকালয়ে
পূর্ণ হোক জন মানসে বাঞ্ছা কল্পতরু ।
ইচ্ছে ডানা মেলে ঢোকে বিজন মনের গহনে
বাঁধুক বাস অন্তঃপুরে সুদৃঢ় প্রাচীর নির্মাণে
যে জন মানসে থাকবে সে ঘর ঈশ্বরমুখী তারা
বিকশিত হোক ছড়াক সুষমা অশান্ত জনের মনে ।
এরপর যাক দেহ ছেড়ে সে অনন্ত লোকের পানে
সাকার থেকে নিরাকার হোক অদ্বৈত ধারা মেনে
দিয়ে যায় যদি পরিচয় তার জন বিচরণভূমে
স্বাগত জানাও শাশ্বত তাকে
‘প্রেম’ নামখানি জেনে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন