।।পার্থ প্রতিম আচার্য ।।
আপোষের নগ্নতা-
রাজার কাপড় নেই বলার
কেউ নেই-
সময় -গিরগিটি ,অভিশাপ ,
এই নিয়ে বাঁচা
মাঝে মাঝে ট্রান্সজেন্ডারের
না-লিঙ্গ গলায়
বাহ বাহ শুনেও
ভেতো আমি সব বুঝেও
না বোঝার ভান করে
ফিরে যাই
নরকের দ্বারে,
নিজেকে প্রবোধ দেই-
“কী হবে”? ছোট্ট কচি মুখগুলি
হাসি মেরে ছুড়ে দেয়
শেখানো একরাশ বুলি,
চলে গেলে নিঃসঙ্গতা
বলে যায়- ধ্যাত্তেরিকা ,
পরাজয়-গ্লানি এক
চোঁয়া ঢেঁকুরের মতো
জ্বালিয়ে দেয় বুক থেকে মাথা ,
গিলে ফেলি বোতলের জলে ,
কম্প্রোমাইজ করতে করতে
নির্জনে হুল ফোটার আগে
হয়ে থাকি না-মানুষ ।
যন্ত্রণা সব হুঁশ ফেরাতেই ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন