।। শঙ্খ সেনগুপ্ত।।
মুখ চেপে ছিলো।
চোখ ঢেকে ছিলো।
কান, সেও।
অনেকটা সময়।
স্বেচ্ছায় দূরে থাকাকে-
'চরম প্রাপ্তি' বলে, যারা
উদ্বাহু
হয়ে নেচেছে এতটা কাল, সে
পরিত্যক্ত জলাশয়ের ধারে, তাদেরই
ছায়া চলাচল, ঘন হতে লাগলো, পুনরায়
!
জলের বুকে বাতাসের দোলায় ভাসছে,
না ডুবে যাওয়া, একটি পুরো বাক্য-
‘আমি নিজেকে ভুলে যেতে চেয়েছি শুধু’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন