।। শঙ্খ সেনগুপ্ত।।
(C)Image:ছবি |
খাচ্ছি খাই লাগছে বেশ, হতাশ হচ্ছি না তো
চুড়োটি বেঁধে রাখি। চুল পরে যদি
বেগুনপোঁড়া-ভাতে। সারাটি সময়-
বিকট অভাব, বুকটি ঘসে যাবে।
খাচ্ছি খাই লাগছে বেশ, হতাশ হচ্ছি না তো
রঙ দেখি সঙ ও দেখি, ঘণ্টা ঘরে
যুজছে অবিরাম। মিনিটে সেকেন্ডে
পাল্টে যাচ্ছে দিক্ শূন্য বিশ্ব-গ্রাম।
খাচ্ছি খাই লাগছে বেশ, হতাশ হচ্ছি না তো
বি-পজিটিভ। মিলিজুলি নেই রক্তে। সবই
আছে ঠিকঠাক। বুকের গভীরে যাকিছু,
সবটুকু, সবটুকু দানপত্রে লিখেনি কেউ।
খাচ্ছি খাই লাগছে বেশ, হতাশ হচ্ছি না তো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন