।। অধিষ্ঠিতা শর্মা ।।
প্রতি
রাতে দরজায় কড়া নাড়ে এক মানবী
অবয়বহীন।
চেতনার অদৃশ্য ইশারার হাতছানি-
ফেলে
যাওয়া ছাপে বাড়াই পা।
নীরব
গোপন যাতায়াত, পথ নৈঃশব্দ্যের
সহযাত্রী
সে চিরন্তন। হাত ধরি নেশাতুরভাবে।
হঠাৎ
মিলিয়ে যায় অনন্তে
মোহের
চোরাটানে আজ সে এক নিদারুণ কায়া,
আমিত্বের
ধ্বংসের প্রান্তরে
থেকে
যায় ছায়া...
শুধু
ছায়া...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন