“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

আজ আর কোন কবিতা নয়

।।শৈলেন দাস।।

(C)Image:ছবি















জ আর কোন কবিতা নয়
তোমার কাজল কাল নয়ন মাঝে
আমায় খুঁজতে দাও ভুবন।
হাজার বছরের প্রতীক্ষার পর
এসেছে আজকের এই মুহূর্ত
কোন কথা নয়, অনুযোগ নয়
দীর্ঘশ্বাসও ফেলনা অকারণ।
নানা প্রতিবন্ধকতা বিঘ্ন বাধা
যা আছে সামাজিকতার আগল
সব ভেঙে হোক চুরমার আজ
লোকের ভীরে দ্বিধাহীন
তোমার কাজল কাল নয়ন মাঝে
আমায় খুঁজতে দাও ভুবন।

কোন মন্তব্য নেই: