“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬

‘ভারত ছাড়ো’_কিছু প্রশ্ন...


 লিখেছেন সুজা মজুমদার। 
ভালো লাগলো বলে তুলে দিলাম – আলি ইব্রাহিম
(C)Imageঃছবি

 














ভারত ছাড়ো, ছাড়তে পারি;কিন্তু যাওয়ার আগে;
কিছু প্রশ্নের অবশ্যই পেতে চাই সমাধান
ভারত মা-কে আমার,দেখেছো কি তোমরা --
জানো কি মা আমার,হিন্দু না মুসলমান?
মা কি বলেছে,আমরা তার অবৈধ সন্তান?
কিছু প্রশ্নের অবশ্যই পেতে চাই সমাধান!
ভারত ছাড়ো, ছাড়তে পারি,তবে যাওয়ার আগে;
কিছু প্রশ্নের জবাব,অবশ্যই খুঁজছি আমি,
এই মাটিতেই ত জন্ম নিলাম তুমি,আমি
তোমার না আমার, মা বলেছে কার,এই মাতৃভূমি?
মা,মাটি,মানুষ কিসের এই ব্যবধান?
কিছু প্রশ্নের অবশ্যই, পেতে চাই সমাধান!
এই মাটিতে দেখি,মন্দির,মসজিদ,গির্জা আর গুরুদ্বার,
এই মাটি একদা হয়েছে লাল,ভাইয়ের রক্তে আমার,
এই মাটি-ই  ফলায় বুকে,সোনা রঙ্গের ধান,
বলতে পারো "মাটি আমার,হিন্দু নাকি মুসলমান ?
কিছু প্রশ্নের অবশ্যই,পেতে চাই সমাধান !
ভারত ছাড়ো, ছাড়তে পারি,তবে যাওয়ার আগে,
জানিতে চাই অবশ্যই,কি আছে আমার ভাগে!
এই আকাশ,বাতাস,আলো আর জল,
আমার ভাগে দেবার,কি আছে বল?
আমি অধিকার চাই,ভাবিস না কোনো অনুদান!
জানিনা ত ওরা কে হিন্দু আর,কে মুসলমান?
জবাব দিলেই আমি,করি প্রস্থান!

শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

জন্মদিন

          
 ।। আলি ইব্রাহিম।।

 জন্মদিনকে উদযাপন করে নিজের জন্মের উপলব্ধিই যখন পাওয়া গেল না, তখন এ উদযাপনের কোন মানেই হল না, বরং নিজের জন্মদাত্রী মায়ের সেই অসহ্য যন্ত্রণাকে উপহাস করা হল।
             যারা খুব ঘটা করে জন্মদিন পালন করেন, তাদের জন্য বলতে চাই তারা একবারও কি তাদের মায়ের কাছে গিয়ে বলেন? "মাগো আজকের দিন তোমার আমার সবচেয়ে স্মরণীয় দিন, যান তুমিই আমায় ৯ মাস ১০ দিন পেটে রেখেছ, লালন পালন করেছ অনেক কষ্ট করে! আর আজই তো সেই দিন যেদিন তোমার মাধ্যমে আমি এই দুনিয়ার আলো দেখেছি, আমার সেই জন্মের মুহূর্তের মৃত্যু যন্ত্রণার মতো যন্ত্রণা তোমার মনে আছে নিশ্চয়! আমার সেদিন বোঝার ক্ষমতা ছিল না তোমার সে যন্ত্রণা আজ বড় হয়ে বুঝতে পারছি, আমার জন্যই তোমাকে এ যন্ত্রণা ভোগ করতে হয়েছে এর জন্য তো আমিই দায়ী মা! আমি না আসার হলে তোমার কি সে যন্ত্রণা ভোগ করতে হতো! তবুও আমি এসেছি তোমায় দুঃখ কষ্ট দিয়ে আমি আজ চির ঋণী তোমার কাছে, আমাকে ক্ষমা করে দিও মা। জানি আমি তোমার এই ঋণ সারা জীবনেও পরিশোধ করতে পারব না,তবুও কথা দিচ্ছি আমি তোমার মুখে হাসি ফোটাব মা। আমার চেয়ে কাছের কেউ আছে তোমার! আমিই তোমার থেকে। এ কি তুমি কাঁদছ মা! কিন্তু তোমার মুখে তো আমি হাসি দেখতে চাই, হাসি ফুটাতে পারলেই তো আমার জন্ম নেওয়া সার্থক হবে, শুধু এটুকুই করতে দিও, যেন তোমার মুখে হাসি ফুটাতে পারি, তখনই তো তুমি আমায় জন্ম দেওয়াটা তোমার জন্য সার্থক হবে মা"।
               আমার কাছে জন্মদিন উদযাপন এর চেয়ে বেশি কিছু আছে বলে মনে হয় না, সেই জন্ম নেওয়াটাই তো তখন সার্থক হবে, যখন বড় হয়ে মা-বাবার মুখে হাসি ফোটাতে পারব। আসুন না নিজের জন্মদিনটাকে এভাবে উদযাপন করি, নিজের জন্মদিনে মা কে নিয়ে একটু ভাবি যিনি জন্ম দিয়েছেন, মায়ের মুখে একটু হাসি ফোটাই হাসি তামাসা না করে মায়ের কোলে মাথা রেখে নিজের জন্মের উপলব্ধিটা মায়ের সাথে ভাগ করে নিই মা'ই যখন জন্মের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত, তাই দিনটি তো মায়ের জন্যই তাই না! মা তো আমার ধন দৌলত টাকা পয়সা কিছুই চান না নেন না, আমাকে নিয়ে একটু খুশি থাকতে চান, সুখী হয়ে বেঁচে থাকতে চান, হায়! মা কি জিনি, কেউ মা না হলে জীবনেও বুঝতে পারবে না
            আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা জন্মদিনে হাসি তামাশা মদ খাওয়া গান গাওয়া হাস্য মহোল্লাস করা কেক কাটা দামী কাপড় পরা ইত্যাদি করে বিশেষ দিনটিকে সারা বছরের জন্য স্মরণীয় করে রাখেন। আসলে জন্মদিনে যা কিছুই করা হয় তা ত ক্ষণস্থায়ীই হয় তাই না? একটু পরে সব শেষ। কিন্তু দিনটাকে যদি বিশেষ দিন হিসেবে দেখা যায় তাহলে দেখতে পাই এই দিনে মায়ের অবদানই সবচেয়ে বেশি, তার জন্যেই তো এই দিনটা বিশেষ। যারা নেহাতই উৎসব মনে করে দিনটিকে উদযাপিত করেন, কখনোবা কেউ বাইরে গিয়ে সারা রাত ধরে পার্টি করেন, বার্থডে সেলিব্রেশনের নামে, তারা কিন্তু আসলে তাদের মা'কে মিস করছেনই, মা ঘরে ঘুমচ্ছেন অথচ তার জন্ম দেওয়া ছেলে সকাল অবধি নাকি আজ তার পাশে নেই।
               তাই আমি মনে করি জন্মদিনটা আসলে এই দুজনেরই মধ্যে সীমাবদ্ধ থাকবে, উৎসব হোক সেলিব্রেশনের, মা সন্তানের মধ্যেই আবেগিক হয়ে থাকবে সারা বছরের জন্য স্মরণীয় হয়ে মা ও সন্তানের এই অটুট বন্ধনকে আরও শক্তিশালী করবে বছর বছর ধরে। তখন আর কোন মা'কেই বৃদ্ধাশ্রম দেখতে হবে না, বাবাকে তো নয়ই। খুবই পরিতাপের বি, বার্থডে সেলেব্রেশনের নামে আমরা মা'কে বিশেষ পাত্তা দিই না মিথ্যে কথাও বলি, এই একটু আধটু ফর্মালিটি করেই শেষ বাকিটুকু নিজের জন্য। তাই ধিক সেই মানব সন্তানকে যে জন্ম নিয়ে জন্মদাত্রী মায়ের কথা ভুলে নিজের জন্ম নেওয়াটাকে একটি উৎসব মনে করে, তারা ত জন্মদিনের মানেই বুঝল না।

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬

দেবদারু

।। দেবলীনা সেনগুপ্ত।। 

     
(C)Imageঃছবি
          


















স্বর্গের সিঁড়ি বড় পিছল,
আমি বরং দেবদারু হব
সহজ বিভঙ্গে
তীব্র আসঙ্গময় পত্রসাজের 
সরল আয়োজনে
সূচিত হবে  উৎসবের রাত
উল্লসিত দিন, সবুজ আনন্দের
গহন বিস্তারে ছায়া-কারুকাজ
ছড়াবে মায়াবী আলো
অরণ্যের গভীর আঁধারে।
উচ্চশাখা , আকাশে ছোঁয়াবে মাথা
সেরে নেবে আন্তরিক কথোপকথন
নিজস্ব ঈশ্বরের সাথে
মৃদুস্বরে , সুবাসিত আলাপনে।
একদিন পারিজাত বনে
কস্তুরি গন্ধে যখন তুমুল প্রলয়
সুমসৃণ দেহকান্ড বেয়ে
বহে যাবে স্নেহরস, অপার  প্রণয়  
আশ্রিত তৃণপাত্রে ভরে দেবে
অনিঃশেষ  প্রেম, আশ্লেষে আবেগে
 শেষ বজ্রপাতের আকাঙ্ক্ষিত রাতে।