সুপ্রদীপ দত্তরায়
(C)Image:ছবি |
প্রথমে একটা বোমা
সবে সকালবেলা চায়ের টেবিলে বসেছে সে
সামনে চায়ের পেয়ালা, হাতে খবরের কাগজ,
ঠোঁট আর বাদামী অমৃতে
এখনও বিস্তর ফারাক ।
তখনই আরো একটা ।
ততক্ষণে একজোড়া ঠোঁট
নিমেষে শুষে নিয়েছে
একচুমুক তিক্ততা ।
সার্জিক্যাল এট্যাকে
সে যথারীতি হতবাক।
তারপর ?
তারপর, ক্রমাগত বর্ষণ, একটানা একুশ মিনিট ।
যখন থামলো, তখন সব শেষ,
বাইরে বারুদের পোড়া
গন্ধ,
ভেতরে বিষাক্ত ঝাঁঝ ।
জানতেও পারলে না, তোমাদের সৃজনশীল ভূমিকায়
প্রতিদিন জন্ম নিচ্ছে
ঘরে ঘরে কত হিরোশীমা, নাগাশাকি ,
তোমাদেরই অজান্তে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন