“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৪ মার্চ, ২০১৯

চিরকূট


সুপ্রদীপ দত্তরায়



(C)Image:ছবি











প্রথমে একটা বোমা
সবে সকালবেলা চায়ের টেবিলে বসেছে সে
সামনে চায়ের পেয়ালা, হাতে খবরের কাগজ, 
ঠোঁট আর বাদামী অমৃতে এখনও বিস্তর ফারাক ।
তখনই আরো একটা ।
ততক্ষণে একজোড়া ঠোঁট 
নিমেষে শুষে নিয়েছে একচুমুক তিক্ততা ।
সার্জিক্যাল এট্যাকে সে যথারীতি হতবাক।
তারপর ?
তারপর,  ক্রমাগত বর্ষণ, একটানা একুশ মিনিট ।
যখন থামলো, তখন সব শেষ, 
বাইরে বারুদের পোড়া গন্ধ, 
ভেতরে বিষাক্ত ঝাঁঝ ।
জানতেও পারলে না, তোমাদের সৃজনশীল ভূমিকায়
প্রতিদিন জন্ম নিচ্ছে ঘরে ঘরে কত হিরোশীমা, নাগাশাকি , 
তোমাদেরই অজান্তে ।

কোন মন্তব্য নেই: