।। অভীককুমার দে।।
(C)Image:ছবি |
কোন নারীর কথা শোনাও!
যে নারীর নাড়ি ছিঁড়ে পৃথিবী দেখা
তাঁকে আমি রোজ দেখি বৃদ্ধাশ্রমের বারান্দায়
তাকিয়ে থাকা ছকছবিতে চেনা একটি মুখ...
যে নারীর নাড়ি ছিঁড়ে পৃথিবী দেখা
তাঁকে আমি রোজ দেখি বৃদ্ধাশ্রমের বারান্দায়
তাকিয়ে থাকা ছকছবিতে চেনা একটি মুখ...
যে মেয়ে প্রতি বছর রাখি বেঁধে দিয়েছিল
সেও কি ভালো আছে?
কোনো এক দানব রোজ গভীর রাতে বাড়ি আসে,
এক গলা ছাই ভষ্ম গিলে চুলের মুঠি ধরে টানে,
টেনে হিঁচড়ে ধুলো খেলায় মেতে ওঠে।
সেও কি ভালো আছে?
কোনো এক দানব রোজ গভীর রাতে বাড়ি আসে,
এক গলা ছাই ভষ্ম গিলে চুলের মুঠি ধরে টানে,
টেনে হিঁচড়ে ধুলো খেলায় মেতে ওঠে।
যে মেয়ে আধ ফোটা শব্দে ডেকেছিল-- মা বাবা...
কোন অজানা সুখে তুলে নিয়েছিলে বুকে?
সে মেয়ে বড় হতে না হতেই বোবা হয়ে যায়!
কোন অজানা সুখে তুলে নিয়েছিলে বুকে?
সে মেয়ে বড় হতে না হতেই বোবা হয়ে যায়!
নারী একটি গাছ।
ফুল ফোটে, শূন্যে ভেসেই বাতাসের সুর শোনে ফল।
নারী কোনও দিবসের নয়।
নারী ছাড়া দিন হয় না।
নারী, তুমি নারীর নাড়ি খুঁজে দেখো--
পুরুষ তোমার ললিত সুরের ভোর।
ফুল ফোটে, শূন্যে ভেসেই বাতাসের সুর শোনে ফল।
নারী কোনও দিবসের নয়।
নারী ছাড়া দিন হয় না।
নারী, তুমি নারীর নাড়ি খুঁজে দেখো--
পুরুষ তোমার ললিত সুরের ভোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন