“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

বৃষ্টিব্যথার ঘা

।। অভীককুমার দে।।













কোনও বেতাল ঘূর্ণি হৃদয় ছুঁয়ে দিলে
বৃত্তপথে নেমে আসে শূন্য সিঁড়ি,
কত কি কঠিন স্পর্শ! 
চাল, ছুড়ে মারে...
 
মুকুটের মতই আহত ঘূর্ণি, মাটির টান,
 
সুখের শোলা ওড়ে।
সিঁড়ির পর অবুঝ দেয়াল
টপকে গেলেই একাগ্র শিশু, ঘরে
অন্ধকার বাঁচিয়ে স্বর্গ
সীমিত বাতাস, ফুরায়,
 
শুকায় ভেতর, ঘাই বাড়ে এবং
দরজা খুলে গেলেই বৃষ্টিব্যথায় ঘা।


কোন মন্তব্য নেই: