।। অভীককুমার
দে।।
কোনও
বেতাল ঘূর্ণি হৃদয় ছুঁয়ে দিলে
বৃত্তপথে নেমে আসে শূন্য সিঁড়ি,
বৃত্তপথে নেমে আসে শূন্য সিঁড়ি,
কত
কি কঠিন স্পর্শ!
চাল, ছুড়ে মারে...
মুকুটের মতই আহত ঘূর্ণি, মাটির টান,
সুখের শোলা ওড়ে।
চাল, ছুড়ে মারে...
মুকুটের মতই আহত ঘূর্ণি, মাটির টান,
সুখের শোলা ওড়ে।
সিঁড়ির
পর অবুঝ দেয়াল
টপকে গেলেই একাগ্র শিশু, ঘরে
অন্ধকার বাঁচিয়ে স্বর্গ
সীমিত বাতাস, ফুরায়,
শুকায় ভেতর, ঘাই বাড়ে এবং
টপকে গেলেই একাগ্র শিশু, ঘরে
অন্ধকার বাঁচিয়ে স্বর্গ
সীমিত বাতাস, ফুরায়,
শুকায় ভেতর, ঘাই বাড়ে এবং
দরজা
খুলে গেলেই বৃষ্টিব্যথায় ঘা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন