।। অভীককুমার দে।।
(C)Image:ছবি |
রাস্তায় একটা বাজার আছে।
মাল, মালিক, ক্রেতা আর কিছু বোঝাপড়া,
আমি তুমি সে হয়ে কিছু পথ, নিয়ে যায় সব,
পড়ে থাকে অভিমন্যুর লাশ।
মাল, মালিক, ক্রেতা আর কিছু বোঝাপড়া,
আমি তুমি সে হয়ে কিছু পথ, নিয়ে যায় সব,
পড়ে থাকে অভিমন্যুর লাশ।
লাশ অনেকটা মালের মতই
বাক্সে ঢুকিয়ে সীলমোহর চাপিয়ে দিলে দাম বাড়ে,
ক্রেতা আর মালিকের দৃষ্টি সরে না, তখন
নীরব রাস্তা পলিথিনের মতই ঘুমায়
বাকি সব এদিক ওদিক সেদিক দেখে
লুকানো পথ খোঁজে এবং
রাস্তায় জমে ওঠে বাজার।
বাক্সে ঢুকিয়ে সীলমোহর চাপিয়ে দিলে দাম বাড়ে,
ক্রেতা আর মালিকের দৃষ্টি সরে না, তখন
নীরব রাস্তা পলিথিনের মতই ঘুমায়
বাকি সব এদিক ওদিক সেদিক দেখে
লুকানো পথ খোঁজে এবং
রাস্তায় জমে ওঠে বাজার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন