“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

বাজার

।। অভীককুমার দে।।

(C)Image:ছবি





রাস্তায় একটা বাজার আছে।
মাল, মালিক, ক্রেতা আর কিছু বোঝাপড়া,
আমি তুমি সে হয়ে কিছু পথ, নিয়ে যায় সব,
পড়ে থাকে অভিমন্যুর লাশ।
লাশ অনেকটা মালের মতই
বাক্সে ঢুকিয়ে সীলমোহর চাপিয়ে দিলে দাম বাড়ে,
ক্রেতা আর মালিকের দৃষ্টি সরে না, তখন
নীরব রাস্তা পলিথিনের মতই ঘুমায়
বাকি সব এদিক ওদিক সেদিক দেখে
লুকানো পথ খোঁজে এবং
রাস্তায় জমে ওঠে বাজার।

কোন মন্তব্য নেই: