।। অভীককুমার দে।।
(C)Image:ছবি |
কোমল দেয়াল ঝুলিয়ে রাখে সুর সব,
নিয়মের পাতাজুড়ে মৃদু শব্দ, অথচ
পাশে বসে জীবনের চোখে তাকিয়ে দেখি--
পরিচিত সুরে কতগুলো অচেনা স্বরলিপি...
রাঙ্গামাটির পথ ভুলেছে কখন!
নিয়মের পাতাজুড়ে মৃদু শব্দ, অথচ
পাশে বসে জীবনের চোখে তাকিয়ে দেখি--
পরিচিত সুরে কতগুলো অচেনা স্বরলিপি...
রাঙ্গামাটির পথ ভুলেছে কখন!
বুকের ভেতর বুকের সুর
ঘরহারা কষ্ট;
কান পেতে শুনি--
বাতাসে কপাট দোলে।
ঘরহারা কষ্ট;
কান পেতে শুনি--
বাতাসে কপাট দোলে।
বিভাজনের অসুখ মেঘ হয়ে ওড়ে
ঢেকে রাখে আকাশের নীল আর চাঁদ
উল্টে যাওয়া নিয়মের পাতায় কলাবতী রাগ
সব উত্তাপ গায়ে মেখে নিলে জ্বলে যায় বুক,
যা কিছু সুখ, সকাল হবার আগেই ঝলসে যায় এবং
আবার জীবন খোঁজে রাঙ্গামাটির পথ;
চেনা স্বরলিপি শুনি অন্য কোনো সুরে।
ঢেকে রাখে আকাশের নীল আর চাঁদ
উল্টে যাওয়া নিয়মের পাতায় কলাবতী রাগ
সব উত্তাপ গায়ে মেখে নিলে জ্বলে যায় বুক,
যা কিছু সুখ, সকাল হবার আগেই ঝলসে যায় এবং
আবার জীবন খোঁজে রাঙ্গামাটির পথ;
চেনা স্বরলিপি শুনি অন্য কোনো সুরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন