।। অভীককুমার দে।।
(C)Image:ছবি |
সেজেগুজে আয়নার কাছে গুছিয়ে রাখি না নিজেকে,
মসৃণ প্রতিফলকের ঘর ছেড়েছি অনেক আগেই।
মসৃণ প্রতিফলকের ঘর ছেড়েছি অনেক আগেই।
ভেবেছিলাম-- আয়নার ঘরেই নিরাপদ আমি
মধ্যরেখা বেঁকে গেলে ঘুরপথে মুখোমুখি হবো,
একটি ঘর আমাকেও খুঁজে নেবে, অথচ
রঙের চতুর প্রলেপ পিছু ছাড়ে না!
মাঝে মনের আদল, অনেক অনেক স্তর,
হুবহু লুফে নিতেই জানে শুধু।
আয়না কি চেনে-- সভ্যতার নাটকীয় চোখ?
নতুনে পুরাতন মিশে গেলে কত কি সংঘাত!
সম্পর্কগুলো বদলে যায়
প্রতিবাদ হলে প্রতিরোধ...
প্রতিবেদন হয়ে ভাঙা গড়া
কিছু শূন্যতাই থাকে বেঁচে।
মধ্যরেখা বেঁকে গেলে ঘুরপথে মুখোমুখি হবো,
একটি ঘর আমাকেও খুঁজে নেবে, অথচ
রঙের চতুর প্রলেপ পিছু ছাড়ে না!
মাঝে মনের আদল, অনেক অনেক স্তর,
হুবহু লুফে নিতেই জানে শুধু।
আয়না কি চেনে-- সভ্যতার নাটকীয় চোখ?
নতুনে পুরাতন মিশে গেলে কত কি সংঘাত!
সম্পর্কগুলো বদলে যায়
প্রতিবাদ হলে প্রতিরোধ...
প্রতিবেদন হয়ে ভাঙা গড়া
কিছু শূন্যতাই থাকে বেঁচে।
এক জীবন ঘুরে আবার কোনও নতুন মুখ
শূন্য চোখ, আয়নার দিকেই চেয়ে।
শূন্য চোখ, আয়নার দিকেই চেয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন