“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৯ মার্চ, ২০১৯

জ্ঞানী দাদিমা

     রফিক উদ্দিন লস্কর

(C)Image:ছবি


দেখতে লাগে অনেক ভালো 
মায়াবী তার বদন,
স্বভাব নয় যে মোটেই ভালো
আগুনবরণ নয়ন।
ষাটোর্ধ এখন মেজাজ গরম
সবাই করেন ভয়,
উলট-পালট হলেই তো আর
কী জানি কী হয়!
ঘরের কাজ কিংবা বাহিরের
ছুটা সবার আগে,
সঠিক সময় লাগবে কাজটা
নইলে ফুঁসেন রাগে।
পাড়ার সবাই মিলিয়ে এবার
নাম দিয়েছেন রাণী,
দাদিমা তাতেই বেজায় খুশি
তিনি অনেক জ্ঞানী।
  


কোন মন্তব্য নেই: