।। অভীককুমার দে।।
(C)Image:ছবি |
চির বহমানতায় বহন করো স্রোত,
স্রোতের আবেগ গড়ায় অগাধ বিশ্বাসে
সমুদ্রের দিকেই।
স্রোতের আবেগ গড়ায় অগাধ বিশ্বাসে
সমুদ্রের দিকেই।
অসংখ্য ইচ্ছেরা শাখা ছড়ায়,
পথ খোঁজে দিনরাত;
দূর থেকে দেখলে নদীও একটি গাছ,
সব শাখা ডানা মেলে পাখির মত,
আকাশ ডুবে জলমগ্ন হলে
বুকের ভেতর নীল ভোমরাঘুড়ি
সুর ধরে জোয়ার ভাটায় স্রোত
পথ খোঁজে দিনরাত;
দূর থেকে দেখলে নদীও একটি গাছ,
সব শাখা ডানা মেলে পাখির মত,
আকাশ ডুবে জলমগ্ন হলে
বুকের ভেতর নীল ভোমরাঘুড়ি
সুর ধরে জোয়ার ভাটায় স্রোত
সবকিছুই দেখে মোহনা, শোনে এবং বুঝতেও পারে
প্রতিটি সমুদ্র নিঃশ্বাস চৈতন্যরূপী নদীর।
প্রতিটি সমুদ্র নিঃশ্বাস চৈতন্যরূপী নদীর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন