“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ৬ মার্চ, ২০১৯

আমি সেই মানুষটা

            রফিক উদ্দিন লস্কর 


(C)Image:ছবি












মি সেই মানুষটা, তা কখনো বুঝবে না
আমি সেই চুপ করে থাকা দলের লোক।
ইতর শ্রেণির নই, তাই গর্জে উঠতে পারিনা,
আমি মানুষটার আছে প্রচণ্ড আত্মসম্মান।
আমি একদম নিশ্চুপ অভিমানী মানুষ,
জানি, মানুষ আমায় করে তুচ্ছ-তাচ্ছিল্য।
আমার ভাগ্যে জোটে অনাদর, কটুক্তি,
আর সুযোগ পেলেই মানুষ যা তা বলে।
আমি মানুষটাকে শুধুই ব্যবহার করে,
তারপর...
আমি গেঁয়ো! শহর থেকে অনেকটাই দূরে।
আধুনিকতার বাতাস যেখানে পৌঁছায়নি
বিশুদ্ধ বাতাস না'কি আজ হয়েছে বিষাক্ত।
তাই বলে আমি না'কি হয়েছি সমাজচ্যুত!
আমি মানুষটাকে ভাবে আমি তো কিছুইনা,
ওরে অজ্ঞান, তুই তো জানিস না....
আমি আসলে যে এক সুপ্ত আগ্নেয়গিরি,
নিঃশব্দেও কখনো বা বিপ্লব ঘটাতে পারি।

কোন মন্তব্য নেই: