“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

দুন্দুবুড়ি


।।  বিদ্যুৎ চক্রবর্তী ।।

(C)Image:ছবি












প্রতিটি রাতের গোপন অভিসারে
তোমাকে জাগিয়ে তোলার
গরজ কি শুধুই আমার ?
খোলস কি একা তোমারই আছে ?
নরম মাটির শঙ্কু ছাঁচে
কুমোর হয়ে খোলস ভাঙ্গার
দায় কি শুধু আমার বলো ?
এক তরফের এ অভিমান
উল্টোখাতে বইবে কি আর ?
সুখের তরে নিতি রাতের
হ্যাংলা বাজের হামলে পড়া
খেয়ালীর এ কেমন খেলা ?

তুমিই কি সেই পোতায় থাকা,
বিবর তলে লুকিয়ে থাকা,
কোমল হাতের হালকা ছোঁয়ায় -
খোলস ছেড়ে বেরিয়ে আসা
লাস্যময়ী দুন্দুবুড়ি - শুধুই আমার ? 

কোন মন্তব্য নেই: