।। অভীককুমার দে।।
(C)IMage:ছবি |
১.
সব প্রাণই ঈশ্বর, হলেও
সব মানুষ ঈশ্বর নয়;
সব ঈশ্বরও মানুষ হতে পারে না বলেই
সব ঈশ্বর প্রাণী হতে পারেনি।
সব প্রাণই ঈশ্বর, হলেও
সব মানুষ ঈশ্বর নয়;
সব ঈশ্বরও মানুষ হতে পারে না বলেই
সব ঈশ্বর প্রাণী হতে পারেনি।
২.
নদীকে প্রাণের নৌকা ভাসাতে দেখে
বাউল বাতাস ভাটিয়ালী সুরে গায়--
শূন্য পথে সময় দেখা মানা
ঈশ্বর গতি কক্ষপথে হাঁটে।
ভীষণ রোদে পুড়ছে শস্যদানা
কান পেতে শোন খোলস ফাটে।।
নদীকে প্রাণের নৌকা ভাসাতে দেখে
বাউল বাতাস ভাটিয়ালী সুরে গায়--
শূন্য পথে সময় দেখা মানা
ঈশ্বর গতি কক্ষপথে হাঁটে।
ভীষণ রোদে পুড়ছে শস্যদানা
কান পেতে শোন খোলস ফাটে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন