।। অভিজিৎ দাস।।
(C)Image:ছবি |
এই যে তুমি আছো
আমি আছি
আর আছে নির্ভুল বানানে লেখা আততায়ী ফুল
প্রত্যেকের প্রত্যেককে চুমু খেতে হয় ।
বাধ্য তুমি, বাধ্য
আমি, বাধ্য সমুদ্দুর
বাধ্য যেমন জান্নাতের বাহাত্তরটি হুর ।
লুলুলিলাআলুলি
লুলুলালুলুলালি লালিলালিলু । আমাদের মত তারা বানর, কুকুর, মানুষ পাঠায় না । তারা জানে মানুষ হতে হতে, হতে না
পারা বানর, মানুষের পা চাটা কুকুর আর মানুষ – কেউই
বিশ্বাস যোগ্য নয় । তারা প্রজাপতি পাঠায়, তোমার গায়ে এসে বসলে লজ্জায়
লাল হয়ে যাও, বিয়ে লাগলো বলে ! তুমি আইবুড়ো থেকে যাও,
তাদের গবেষণা এগিয়ে যায় বহুদূর ।
আসে বাতাস ভাসে ঘাস
আসে পবন ডুবে মন ।...ডুবতে ডুবতে একদিন কবিতা পড়তে শুরু করে । পৃথিবীর ঠিক
মাঝখানে পৌঁছলে পরে নিজেই কবিতা লেখে । তারপর হঠাৎ থেমে যায় পবন, এমেরিকা
অব্দি ডুবতে পারেনা । জ্বলে পুড়ে পাথর হয়ে যায়, এমেরিকা তখন
নীল তিমি, লাল তিমি আর পঙ্খিরাজ ঘোড়াদের নিয়ে সংসার পাতে,
মধ্যবিত্তের সংসার, আমুল তাজা আর পাঞ্জাব
চালের ভাতের সংসার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন