।। অভীককুমার দে।।
(C)Image:ছবি |
তেমন আড়ম্বরের কিছু চোখে পড়েনি। সাধারণভাবেই সাজানো গোছানো ঘর। গৌরবের অমূল্য শৈল্পিক সরঞ্জাম এবং শেষ তুলির টান শুকোনোর আগেই মঞ্চের দেয়াল আলোকিত করেছে নতুন ছবিটি। ছবির ভেতর কোনো এক চেনা বাসন্তীকে দেখেছি, রঙের নিজস্বতায় ডুবে যাচ্ছিল অথবা বাসন্তীর সব রঙ বেরিয়ে তৈরি হচ্ছিল নিজস্বতা; আমি তার মুখ দেখিনি।
রঙ হাতে গৈরিকাকেও কাঁচা তুলির মতই মনে হচ্ছিল। রাঙিয়ে দিচ্ছিল সাদাকালো মুখগুলো। একটি মানুষের বাগানে কবিতা হেঁটেছে বসন্তের হাত ধরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন