“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৩০ মার্চ, ২০১৯

কবিতা হেঁটেছে বসন্তের হাত ধরে

।। অভীককুমার দে।।

(C)Image:ছবি

তেমন আড়ম্বরের কিছু চোখে পড়েনি। সাধারণভাবেই সাজানো গোছানো ঘর। গৌরবের অমূল্য শৈল্পিক সরঞ্জাম এবং শেষ তুলির টান শুকোনোর আগেই মঞ্চের দেয়াল আলোকিত করেছে নতুন ছবিটি। ছবির ভেতর কোনো এক চেনা বাসন্তীকে দেখেছি, রঙের নিজস্বতায় ডুবে যাচ্ছিল অথবা বাসন্তীর সব রঙ বেরিয়ে তৈরি হচ্ছিল নিজস্বতা; আমি তার মুখ দেখিনি।
রঙ হাতে গৈরিকাকেও কাঁচা তুলির মতই মনে হচ্ছিল। রাঙিয়ে দিচ্ছিল সাদাকালো মুখগুলো। একটি মানুষের বাগানে কবিতা হেঁটেছে বসন্তের হাত ধরে।

কোন মন্তব্য নেই: