।। অভীককুমার
দে।।
একা
গ্রীষ্ম হেঁটে চলে গেলে সব হিংসা ঢেলে দেয় কেউ,
দৌড় ঝাঁপিয়ে হাঁপিয়ে ওঠা শরীর জানে--
প্রতিবাত ঢালে মেঘেরদেশ
পরিচালন বৃষ্টি আসে নিয়মিত।
দিন যায়, ভেজা পথে ধ্বসের শব্দ, কেঁপে ওঠে বুক,
কাশফুলের আঁচল মুখ মুছে দিলে
শুষ্ক ত্বক, নদী শুকায়, হেলে যায় সূর্য এবং
ঝিমিয়ে পড়া চোখে অনিচ্ছায় পাতা ঝরে।
এসব দেখেও বুকের ভেতর মেরুঘুম,
একঝাঁক পেঙ্গুইন তাল ঠুকছে গোপনে।
দৌড় ঝাঁপিয়ে হাঁপিয়ে ওঠা শরীর জানে--
প্রতিবাত ঢালে মেঘেরদেশ
পরিচালন বৃষ্টি আসে নিয়মিত।
দিন যায়, ভেজা পথে ধ্বসের শব্দ, কেঁপে ওঠে বুক,
কাশফুলের আঁচল মুখ মুছে দিলে
শুষ্ক ত্বক, নদী শুকায়, হেলে যায় সূর্য এবং
ঝিমিয়ে পড়া চোখে অনিচ্ছায় পাতা ঝরে।
এসব দেখেও বুকের ভেতর মেরুঘুম,
একঝাঁক পেঙ্গুইন তাল ঠুকছে গোপনে।
ফুল-পাখির
রোদ মাখা ভৈরবী শোনা যাবে একদিন
ঋতুঘুম ভাঙবে
বুকের প্রজাপতিও উড়বে,
ডানা ঝেড়ে রঙ ঢেলে দিলেই ত্রিরঙ্গা প্রেম এবং
যুবক করে তুলবে বসন্তকে।
ঋতুঘুম ভাঙবে
বুকের প্রজাপতিও উড়বে,
ডানা ঝেড়ে রঙ ঢেলে দিলেই ত্রিরঙ্গা প্রেম এবং
যুবক করে তুলবে বসন্তকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন