“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

রঙ

।। অভীককুমার দে।।










ত রঙ ধুয়ে কত বসন্ত গেছে মুছে,
কত ফাগুনের আগুন শিশু
চৈত্রসিঁড়ি বেয়ে বিয়োগান্ত।
সময়ের সমীকরণ জানে--
ঋতুগুলো পুনরায় মুছে গেলেই শূন্য
মুখে নীলের গুড়ো মেখে গিলে খায় সব রঙ,
যদি বা ভেঙে যায় জুঁই ফুলের ঘুম
স্মৃতি বুকে ভেসে বেড়ায় মেঘ এবং
বেরঙের হাত ধরে হেঁটে যায় পোড়া রোদের দিকে।

২টি মন্তব্য:

প্রেমের গল্প বলেছেন...

বেশ সুন্দর লাগল। উনার আরও দুএকটা কবিতা পড়তে চাইছি।

প্রেমের গল্প বলেছেন...

বেশ সুন্দর লাগল। উনার আরও দুএকটা কবিতা পড়তে চাইছি।