।। অভীককুমার দে।।
কত রঙ ধুয়ে কত বসন্ত গেছে মুছে,
কত ফাগুনের আগুন শিশু
চৈত্রসিঁড়ি বেয়ে বিয়োগান্ত।
সময়ের সমীকরণ জানে--
ঋতুগুলো পুনরায় মুছে গেলেই শূন্য
মুখে নীলের গুড়ো মেখে গিলে খায় সব রঙ,
যদি বা ভেঙে যায় জুঁই ফুলের ঘুম
স্মৃতি বুকে ভেসে বেড়ায় মেঘ এবং
বেরঙের হাত ধরে হেঁটে যায় পোড়া রোদের দিকে।
কত ফাগুনের আগুন শিশু
চৈত্রসিঁড়ি বেয়ে বিয়োগান্ত।
সময়ের সমীকরণ জানে--
ঋতুগুলো পুনরায় মুছে গেলেই শূন্য
মুখে নীলের গুড়ো মেখে গিলে খায় সব রঙ,
যদি বা ভেঙে যায় জুঁই ফুলের ঘুম
স্মৃতি বুকে ভেসে বেড়ায় মেঘ এবং
বেরঙের হাত ধরে হেঁটে যায় পোড়া রোদের দিকে।
২টি মন্তব্য:
বেশ সুন্দর লাগল। উনার আরও দুএকটা কবিতা পড়তে চাইছি।
বেশ সুন্দর লাগল। উনার আরও দুএকটা কবিতা পড়তে চাইছি।
একটি মন্তব্য পোস্ট করুন