।। অভীককুমার দে।।
(C)IMage:ছবি |
ফাগুনরে তোর আগুন কই?
মাঘের শোষণ ভুলি;
গাছেরা সব কাঁপছে শীতে,
কাঁদছে ফুলগুলি।
ফুলেরও যে যৌবন এখন
রঙিন সময় মনের,
খোঁপার ফাঁদে পড়বে বাঁধা
প্রিয় কোনও জনের।
গলির মুখে হলির নাচন
চোখের কোণে কথা,
সবই বুঝি মিথ্যে হবে?
সুখের সময় ব্যথা!
এমন যদি আকাশ কাঁদে,
বাতাস ভবঘুরে,
বদলে গেছিস বলতে হবে
অন্য কোনও সুরে।
ফাগুনরে তোর আগুন কই?
যৌবন বৃথা যায়,
কোন পথে যে রঙ হারালি
রক্ত চেনা দায়!
মাঘের শোষণ ভুলি;
গাছেরা সব কাঁপছে শীতে,
কাঁদছে ফুলগুলি।
ফুলেরও যে যৌবন এখন
রঙিন সময় মনের,
খোঁপার ফাঁদে পড়বে বাঁধা
প্রিয় কোনও জনের।
গলির মুখে হলির নাচন
চোখের কোণে কথা,
সবই বুঝি মিথ্যে হবে?
সুখের সময় ব্যথা!
এমন যদি আকাশ কাঁদে,
বাতাস ভবঘুরে,
বদলে গেছিস বলতে হবে
অন্য কোনও সুরে।
ফাগুনরে তোর আগুন কই?
যৌবন বৃথা যায়,
কোন পথে যে রঙ হারালি
রক্ত চেনা দায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন