“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

অসময়

।। অভীককুমার দে।।

(C)IMage:ছবি









ফাগুনরে তোর আগুন কই?
মাঘের শোষণ ভুলি;
গাছেরা সব কাঁপছে শীতে,
কাঁদছে ফুলগুলি।
ফুলেরও যে যৌবন এখন
রঙিন সময় মনের,
খোঁপার ফাঁদে পড়বে বাঁধা
প্রিয় কোনও জনের।
গলির মুখে হলির নাচন
চোখের কোণে কথা,
সবই বুঝি মিথ্যে হবে?
সুখের সময় ব্যথা!
এমন যদি আকাশ কাঁদে,
বাতাস ভবঘুরে,
বদলে গেছিস বলতে হবে
অন্য কোনও সুরে।
ফাগুনরে তোর আগুন কই?
যৌবন বৃথা যায়,
কোন পথে যে রঙ হারালি
রক্ত চেনা দায়!

কোন মন্তব্য নেই: