“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

একা লাইন

।। অভীককুমার দে ।।

(C)Image:ছবি















১/ ঝর্ণার বুকে লুকিয়ে থাকে নদী।
২/ পাহাড়েও নিরাপত্তাহীন নিরবতা।
৩/ চূড়ায় আলো দেখে সূর্য ভেবেছি, খবর ওয়ার্ল্ড জানালো গ্রেনেড।
৪/ হিমালয়ের সাদা বুক, নদী তার লাল।
৫/ নদী ভাগ হলেই নদীর নদী, উপনদীর ভিন্ন চলন।
৬/ সমুদ্রের কাছে যে রঙ, তা একান্তই নদীর।
৭/ সব নদীজল সমাবেশের দিকে চলে।
৮/ সমুদ্র গর্জে উঠলে আকাশ কাঁদে।
৯/ আকাশের নিজের যদি কিছু থাকে কেবলই অশ্রু।
১০/ সূর্যরশ্মি আকাশ চেনে না, প্রতিফলন চেনে আকাশ।

কোন মন্তব্য নেই: