“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯

ডাক ডাক কিসকি ডাক

।। সুপ্রদীপ দত্তরায় ।।

(C)Image:ছবি







ধোঁয়াটে আকাশ, হালকা গরম 
শীতের সেই কনকনে ঠান্ডা --,
এখন ইতিহাস ।
আমের ডালে দেরিতে হলেও 
অগুন্তি মুকুলের হলুদ চাদর।
বাতাসে কিসের পূর্বাভাস? 
আমি তো প্রভুভক্ত নই, 
তুমি কি কিছু বুঝতে পারো , বন্ধু  ? 
অবিন্যস্ত শুকনো পাতারা দেখো
দিশেহারা মাতাল হাওয়াতে --,
ছিন্নমূল ওরা।
বসন্তে কোকিলকে বিশ্বাস করো না
ওরা স্বার্থপর হয় , 
সুখেতে গুণ গায়, কাঁটাতে নিমক ।
পলাশে যখন আগুন ঝরে 
প্রেমিকের হৃদয় পুড়ে খাক ।
আমি পলাশ কিংবা প্রেমিক নই
তবু দাবানলে ভারী ভয়।
ফাগুনের উতাল হাওয়াতে
বসন্তের রঙে যদি মজেছে মন ;
মনে রেখো কালবৈশাখী দাঁড়িয়ে অদূরে , 
শুধু সময় আর তোমার নিমন্ত্রণ ।
যদি নিরাপদে বাঁচতে চাও, 
জোর করে মনে ফুর্তি আনো, আর --
এসো শ্যাম-বেটে চোর পুলিশ খেলি
ডাক ডাক ডাক কিসকি ডাক -------।

কোন মন্তব্য নেই: