।। অভীককুমার দে।।
(C)image:ছবি |
পুবের আলো ফেলে দেখি--
বাতাসেও জোয়ারভাটা
উত্তর দক্ষিণে ঠান্ডা গরম, হাওয়া বদলায়,
বুকের চিতায় জ্বলে পাহাড়ের লাশ,
পুড়ে শেষ হয়ে গেলে
স্নান সেরে ওঠেন রাজা,
নীতির রক্তনালী থেকে বেরিয়ে আসে রঙ
আঁধারে লুকায় নাগরিক শরীর
ভেসে ওঠে মুখ, সাথে মুখোশ।
বাতাসেও জোয়ারভাটা
উত্তর দক্ষিণে ঠান্ডা গরম, হাওয়া বদলায়,
বুকের চিতায় জ্বলে পাহাড়ের লাশ,
পুড়ে শেষ হয়ে গেলে
স্নান সেরে ওঠেন রাজা,
নীতির রক্তনালী থেকে বেরিয়ে আসে রঙ
আঁধারে লুকায় নাগরিক শরীর
ভেসে ওঠে মুখ, সাথে মুখোশ।
এ মিছিল স্বাধীন নাগরিকের নয়
স্বাধীনতা এখনও কেন্দ্র- সীমান্ত দূরত্বে।
স্বাধীনতা এখনও কেন্দ্র- সীমান্ত দূরত্বে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন