“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

চর্তুদিকে চাপ

।। অভীককুমার দে।।

(C)image:ছবি









পুবের আলো ফেলে দেখি--
বাতাসেও জোয়ারভাটা
উত্তর দক্ষিণে ঠান্ডা গরম, হাওয়া বদলায়,
বুকের চিতায় জ্বলে পাহাড়ের লাশ,
পুড়ে শেষ হয়ে গেলে
স্নান সেরে ওঠেন রাজা,
নীতির রক্তনালী থেকে বেরিয়ে আসে রঙ
আঁধারে লুকায় নাগরিক শরীর
ভেসে ওঠে মুখ, সাথে মুখোশ।
এ মিছিল স্বাধীন নাগরিকের নয়
স্বাধীনতা এখনও কেন্দ্র- সীমান্ত দূরত্বে।

কোন মন্তব্য নেই: