“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৫ মার্চ, ২০১৯

একটু ভাবুন














 রফিক উদ্দিন লস্কর





লছে সময় তারই মতো
আছি আমি থেমে,
একবারও হয়নি খেয়াল
যাচ্ছি কোথা নেমে।
দিচ্ছে পাড়ি জীবন গাড়ি
দূর অজানা দেশে,
ক্ষণিক সুখের স্বপ্ন দেখি
আছি ঘুমের বেশে।
তেল ফুরায়ে যেদিন গাড়ি
থমকে যাবে পথে,
গায়ের বলেও কাজ হবেনা
বন্ধ জীবন রথে।
সময় মতো কাজ করিলে
নেইকো কোন ভয়,
বদ্ধ ঘরেও জ্বলবে প্রদীপ
করবে সকল জয়।

কোন মন্তব্য নেই: