“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

ফরিয়াদ

  
(C)Image:ছবি

 (ডঃ আল্লামা তৈয়বুর রহমান বড়ভুইয়া স্মরণে)
       
  










     রফিক উদ্দিন লস্কর
লোকিত ছিলো যাহার জীবন
প্রস্ফুটিত গোলাপের মতো,
শিরক বিদ'আত করেছ উচ্ছেদ
তুমি মাড়িয়েছো বাঁধা শত।
তুমি চলে গেছো...রেখে মোদের
আজ শোক সাগরে ভাসমান,
তপ্ত অশ্রু ঝরায় শত শত শিষ্যরা
তরু-লতা,পশু-পাখি আসমান।
নেমেছে সর্বমহলে শোকের মাতম
নীরবে কাঁদে আজ শহর গ্রাম,
জাতির হৃদয়পটে তুমি চিরজাগ্রত
স্বর্ণাক্ষরে খচিত তোমার নাম।
আমি প্রভু সমীপে করি ফরিয়াদ
গভীর রাতের মোনাজাতে,
তুমি উন্নত মাকাম দিওগো তাঁকে
জান্নাতুল ফেরদাউসে।।

কোন মন্তব্য নেই: