।। অভীককুমার
দে।।
(C)Image:ছবি |
এক জীবনকে চিনেছি
মানুষের মতো নয় অথচ মানুষের কাছেও থাকে।
ধরতে
চেয়েছি,
পেতে চেয়েছি,
দেখেছিও অনেক,
অবশেষে প্রজাপতির মতই রঙমহল
রাজপুত্র আমি,ছুঁতে যাই রঙ
সাজাই
সাজে
অথচ লোকচোখে ঝাপসা হয় দিন।
পেতে চেয়েছি,
দেখেছিও অনেক,
অবশেষে প্রজাপতির মতই রঙমহল
রাজপুত্র আমি,ছুঁতে যাই রঙ
সাজাই
সাজে
অথচ লোকচোখে ঝাপসা হয় দিন।
অতঃপর
শেষ আলো ঢেলেও খুঁজি,
হেঁটে যাই গোঁড়ার দিকে,দেখি--
ওখান থেকেই উল্টো পথ
উল্টো আমি এবং
প্রজাপতি ডানা ঝাপটায়।
সব রঙ গড়িয়ে নদী আমার
জীবন খোঁজে,
নেশায় মেতে উঠি,
অথচ জানাই হলো না জীবনকে !
হেঁটে যাই গোঁড়ার দিকে,দেখি--
ওখান থেকেই উল্টো পথ
উল্টো আমি এবং
প্রজাপতি ডানা ঝাপটায়।
সব রঙ গড়িয়ে নদী আমার
জীবন খোঁজে,
নেশায় মেতে উঠি,
অথচ জানাই হলো না জীবনকে !
এক
জীবনকে চিনেছি
পাহাড় নদী সাগর আকাশ মিলে এক বৃত্ত
আমি তার অন্তর্দেশীয় জ্বলন অথবা
জলীয় প্রবণতা।
পাহাড় নদী সাগর আকাশ মিলে এক বৃত্ত
আমি তার অন্তর্দেশীয় জ্বলন অথবা
জলীয় প্রবণতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন