“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯

অমর একুশ

  
(C)Image:ছবি
  
 













।। রফিক উদ্দিন লস্কর ।।
কুশ আমার অশ্রু ভেজা
সোনালী সেই ভোর,
বাংলা মায়ের দামাল শিশু
 
খুলে ভাষার দোর।
   
বাংলা আমার মায়ের মুখে
রক্তে কেনা ভাষা,
বাংলা ভাষায় অক্ষর শেখা
নিয়ে হাজার আশা।
ফেব্রুয়ারি এলে মনে পড়ে
বীর শহিদের কথা,
বঙ্গ মায়ের চোখভরা জল
বুকে হাজার ব্যথা।
ফাগুন মাসে ঐ রাজপথে
বুকের রক্ত ঢেলে,
তিমির ঘেরা ভাষার জন্য
দিলো বাতি জ্বেলে।
----------


কোন মন্তব্য নেই: