।। অভীককুমার দে।।
(C)Image:ছবি |
একটু পরে বিভিন্ন ক্লাব থেকে প্রায় দশ পনেরোজন মনোনীত ছেলে মেয়ে অফিস চত্বরে একত্রিত হলো। গাড়িও এসে গেছে। মেলাঘর এডভেঞ্চার ইন্সটিটিউটের উদ্দেশ্যে রওনা হল যুবভর্তি গাড়ি। দিনের শেষ আলো প্রায় ফুরিয়ে আসছে এসময়। দেখে মনে হয়, গাড়ি আর দিনের শেষ আলোটুকু আজকের মতো গোল্লাছুটের শেষ দৌড়ে। কেননা, সূর্যটাও এদিকেই গেছে।
যেই এডভেঞ্চার ইন্সটিটিউটের মাঠে গাড়ি এসে দাঁড়িয়েছে, অন্ধকার থেকে তারকাঁটাবিদ্ধ মাটি যেন বলে উঠলো-- স্বাধীনতার জন্য লড়তে লড়তে সূর্যের গায়ে গ্রহণ লাগে। স্বাধীনতা পাবার আগেই নিরাপত্তাহীন মুক্তি জোটে। মুক্তির জন্য আবার লড়াই সূর্যের। হাজার হাজার সূর্যের কিরণ জমা হয়ে একটি একাত্তর। ইন্সটিটিউটের দে'য়াল, মাঠ এখনও সেই সব স্মৃতিচারণে মগ্ন। এক অদ্ভুত নীরবতা মেলাঘরের এই এলাকায়। এখানকার সবকিছুই এপার ওপারের ছাদে নীলা ও সূর্যের প্রেম আর বিয়োগের খেলা দেখে এবং বুঝতে পারে-- স্বাধীনতাও গোল্লা- ছুট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন