রফিক উদ্দিন লস্কর
শব্দটা হাওয়ায় ভেসে কানে আসে যেই,
টলমল চোখ দু’টি কারো মুখে হাসি নেই।
যখনি থেমে গেছে বুকের শেষ স্পন্দন,
বৃক্ষ লতা, লক্ষ জনতার নীরব ক্রন্দন।
ঘন কালো মেঘে আজ আকাশ ঘেরা,
নীড় হারা পাখি,হবে কি তার ফেরা?
যিনি কালের মহীরুহ আর প্রজ্ঞা প্রবর,
যার অবসানে হলো আজ রিক্ত চরাচর।
কেমনে এগোই বেদনার পাহাড় বেয়ে,
তবুও একটু চলা ম্লান মুখ চেয়ে চেয়ে।
অনুভাবিত,এ শূন্যতা আর হবেনা পূরণ,
শোক সাগরে দিশেহারা সকল ভক্তগণ।
উন্নত চরিত্র মাঝে সঠিক পথের দিশারি,
হারিয়ে এই শান্তির দূত করি আহাজারি।
শব্দটা হাওয়ায় ভেসে কানে আসে যেই,
টলমল চোখ দু’টি কারো মুখে হাসি নেই।
যখনি থেমে গেছে বুকের শেষ স্পন্দন,
বৃক্ষ লতা, লক্ষ জনতার নীরব ক্রন্দন।
ঘন কালো মেঘে আজ আকাশ ঘেরা,
নীড় হারা পাখি,হবে কি তার ফেরা?
যিনি কালের মহীরুহ আর প্রজ্ঞা প্রবর,
যার অবসানে হলো আজ রিক্ত চরাচর।
কেমনে এগোই বেদনার পাহাড় বেয়ে,
তবুও একটু চলা ম্লান মুখ চেয়ে চেয়ে।
অনুভাবিত,এ শূন্যতা আর হবেনা পূরণ,
শোক সাগরে দিশেহারা সকল ভক্তগণ।
উন্নত চরিত্র মাঝে সঠিক পথের দিশারি,
হারিয়ে এই শান্তির দূত করি আহাজারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন