“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

নিস্তব্ধ এ শহরটা

             
          


















  রফিক উদ্দিন লস্কর



ব্দটা হাওয়ায় ভেসে কানে আসে যেই,
টলমল চোখ দুটি কারো মুখে হাসি নেই।

যখনি থেমে গেছে বুকের শেষ স্পন্দন,
বৃক্ষ লতা, লক্ষ জনতার নীরব ক্রন্দন।
ঘন কালো মেঘে আজ আকাশ ঘেরা, 

নীড় হারা পাখি,হবে কি তার ফেরা?
যিনি কালের মহীরুহ আর প্রজ্ঞা প্রবর,
যার অবসানে হলো আজ রিক্ত চরাচর।
কেমনে এগোই বেদনার পাহাড় বেয়ে,
তবুও একটু চলা ম্লান মুখ চেয়ে চেয়ে।
অনুভাবিত,এ শূন্যতা আর হবেনা পূরণ, 

শোক সাগরে দিশেহারা সকল ভক্তগণ।
উন্নত চরিত্র মাঝে সঠিক পথের দিশারি,
হারিয়ে এই শান্তির দূত করি আহাজারি।


কোন মন্তব্য নেই: