“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯

শহীদ


(C)Image:ছবি












হে শহীদ সেনানী
তোমাদের প্রণাম।
তোমাদের শরীর ঝরিয়েছে রক্ত,
আমাদের অন্তর ক্ষত বিক্ষত।
তোমাদের মৃত্যু আমরা মানছি না।
চিহ্নিত হোক সেইসব মুখ
যাদের চোখে মিথ্যে শোক,
আমরা চাই তার হোক যোগ্য জবাব।
আর নয় কালক্ষয়
আর নয় মিথ্যা অজুহাত,
রাজনীতির কুচক্র দেখেছি
দেখেছি একের লক্ষ মুখ।
গর্জে উঠেছে আমজনতা
অনেক হয়েছে শান্তিবার্তা
এবার নাহয় জ্বলুক ওদের বুক।
হে শহীদ সেনানী
আমরা আছি, আমরা থাকবো চিরন্তর
তোমাদের পাশে, তোমাদের পরিবারের পাশে।
চিরকাল, নিরন্তর।


কোন মন্তব্য নেই: