।। অভীককুমার
দে।।
(C)Image:ছবি |
নাচতে
জানো বলেই দুটি মঞ্চ সেজে ওঠে একসাথে।
ছন্দের
শরীর মুদ্রায় ঢেলে দিলেই মাদকতা,
মুদ্রার ভেতর দিয়ে একটি অন্ধকার গলি পেরিয়ে গেলে
আমিও দর্শক হতে পারি,
খননের পর জেগে উঠবে আদিমতম শিল্প, তবু
মুদ্রার মত খুচরো করি না নিজেকে।
মুদ্রার ভেতর দিয়ে একটি অন্ধকার গলি পেরিয়ে গেলে
আমিও দর্শক হতে পারি,
খননের পর জেগে উঠবে আদিমতম শিল্প, তবু
মুদ্রার মত খুচরো করি না নিজেকে।
দূর
থেকে দেখেছি, দর্শকাসন ফাঁকা হবার আগেই
ছন্দের শরীর মঞ্চ ছেড়ে গ্রিনরুমের ভেতর
অন্য কোন মুদ্রায় বেরিয়ে আসো।
ছন্দের শরীর মঞ্চ ছেড়ে গ্রিনরুমের ভেতর
অন্য কোন মুদ্রায় বেরিয়ে আসো।
একটি
গাড়ি,
একটি রাস্তা, নিয়ে যায় ছন্দ,
মঞ্চের বাইরে পড়ে থাকে মুদ্রাদোষ।
মঞ্চের বাইরে পড়ে থাকে মুদ্রাদোষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন