“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

বাজারজাত স্বর্গ

।। অভীককুমার দে।।
(C)Image:ছবি












স্বর্গ! বুকের কোথাও একবিন্দু মাটি নেই
পায়ের তলে আকাশ
পতাকা ওঠে রক্ত ঝরে
বরফের কফিন লুকিয়ে রাখে শরীর
শরীরের স্তূপে পতাকা অথবা স্বর্গ
সাদা গায়ে নীল ঘুমায়।
যেখানে বরফের কেনাবেচা শেষ
সাদা চাদর সরে বেরিয়ে আসে নদী
যেখানে বাজারজাত স্বর্গ
ভেড়া কিছু চড়ে,
 
এসব ভেবেই বুঝি পাহাড় গড়েছিল সাগর!
 
আবেগ শূন্য মায়া
ঢেকে রাখে সুখ
বুকের কষ্ট বরফ হয়ে গেছে সব
কঠিন দৃষ্টি
কঠোর স্পর্শ
 
চেয়ে থাকে মার্গ থেকে মার্গ
স্বর্গের রক্তরঙ ফ্যাকাসে হয় দ্রুত।


কোন মন্তব্য নেই: