“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

বন্ধ

।। সুপ্রদীপ দত্ত রায়।।
(C)Image:ছবি








ড়শির মুখে শুনতে পেলাম 
আগামীকাল  বন্ধ । অবাক কাণ্ড ! 
মনে মনে খুশিই হলাম, 
সবেতন  ছুটি পেলাম 
খবরটা যে খুশির, সন্দেহ নেই তাতে ।
শনি রবি বন্ধ দিনেও এত কাজের চাপ 
সকাল সন্ধ্যা ছোটার পরও বসের অনুতাপ 
কাজের কাজ হচ্ছে নাকো কিছুই।
আরো ছোট,  আরো জোরে 
জীবন শক্তি নিংড়ে দিয়ে 
মানুষ থেকে যন্ত্র হও , যন্ত্র হওয়ার মন্ত্র নাও 
মানুষ হচ্ছে সকল নষ্টের মূল ।
বিবেক বুদ্ধি বন্দি করে, নিত্য নতুন সন্ধি করে 
শক্ত করে আঁকড়ে ধরো উন্নয়নের শূল ।
এই যখন চলছিল, পারদ শুধু বাড়ছিল, 
এমন দিনে খুশির হাওয়া , সবেতন বন্ধ পাওয়া 
কাজের কথা বলবে এমন সাধ্যি বসের নেই।
খবরটা যে খুশির তাতে সন্দেহ তো নেই ।
পড়শি বললে পার্টি দিন। আমি বললাম, নাহয় দিলাম 
ডাকলে কারা, কিসের দাবি, কে সেই আলাউদ্দিন ? 
কেউ বললে পেট্রোডিজেলের দাম বেড়েছে 
তাই এই আন্দোলন ।
ভাবি এতদিনে ভাঙ্গলে বুঝি ঘুম ।
মনকে বলি ক্ষতিটা কি, আছে পূর্ণ সমর্থন ।
দাম বাড়লে কিনবে কম, চলবে কম ; 
কমবে ট্রাফিক জ্যাম ।
সরকার তো বুদ্ধু নয়, জেনে বুঝেই করেছে সব, 
আমজনতার পুরবে মনস্কাম ।
হ্যাঁ, সত্যি বলতে, পারত তারা 
কর কমিয়ে দাম কমালে, মিলত সাড়া ।
তবে কিসের প্রয়োজন ?
তেমন করে বলছে কি কেউ বাড়ছে দাম
দিন চালানোর খরচ তুলতে ছুটছে মাথার ঘাম ।
হাট বাজারে শপিং মলে বলছে কি কেউ 
পারছি না আর, বন্ধ হবে দম।
তবে কিসের প্রয়োজন ?
কেউ বললে, দুর মশাই, ওসব কিছু নয় ।
আসছে বছর আবার নির্বাচন ।
অঙ্ক কষে দেখতে হবে থাকছে কটা আসন ।
এসব তারই আয়োজন ।
আমি ভাবি, বাহ্ রে আমরা ! সত্যি আমরা বেশ !
আমজনতা দাবার গুটি, ভোট আসতেই ছোটাছুটি 
কুম্ভকর্ণের পুরল না তো নাতো ঘুম।
বন্ধুরা, ক্ষমা করবেন,  বিপক্ষে নই,  
দ্রব্য মূল্য বৃদ্ধি, তার প্রতিবাদ, 
এই দাবি আমার আপনার,  আমজনতার 
দলমত নির্বিশেষে সবাই শিকার ।
বন্ধ নাকি শুনেছি, আন্দোলনে অন্তিম প্রহার ।
তবে তারও চাই, পূর্ণ প্রস্তুতি, চাই জন-জাগরণ , 
জনমত গড়া চাই, চাই সর্বস্তরে পূর্ণ সমর্থন 
অন্যথায় আন্দোলন ক্ষতিগ্রস্ত হয় , 
হয় বার্ষিকী উৎসব পালন ।
বন্ধুরা, একটু ভাববেন অবশ্যই।




কোন মন্তব্য নেই: