“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

কিছু কথা তোমার জন্য- ৩৯

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি










মোমবাতির গলন দেখেই 'ত্যাগ' বলো ?
শিখার গায়ে কেঁপে ওঠা ছবি ঠিক জানে--
 
দহনে জ্বলন ছিল কারো।
'সময় যা কিছু আলো সামান্যই ভালো হবে, আর কোনো দেশলাই কাঠি নেই, সব বারুদ বুঝি নিঃশেষ ! 
বুকের কোথাও খাঁজ নেই, পাকানো সলতের কাজ নেই, যা আছে মোম গলে যাওয়া অবশেষ।
সুবিধাভোগী, বাহবা পেতে কত কী করবে আরও !
রাখঢাকে বছর কিছু সাথে কিছু মাস...
ধরা দেবেই দেবে সেই কালো ইতিহাস।
ফিতাপোড়া কষ্টের পর স্বাধীনতার মমি !
বিপ্লবের কোন আজাদ শিশু আসবে
ভালোবাসবে এই দেশ, এই জমি।
হে ভূমি, কপালের রক্ততিলক শুকোতে দিও না তুমি।


কোন মন্তব্য নেই: