।। রফিক
উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
অব্যর্থ
কাজের খতিয়ান দেখতে দেখতে
কেউবা বাহবা দেয়, কেউ পুলক জাগায় মনে,
আরশিতে ফুটে ওঠে অসাড় মানবতার গান।
ক্ষত বিক্ষত বক্ষ মর্দনে তৃপ্তি পায়
নিষিদ্ধ নগরীর প্রহরাধীন মেঘ বালিকার,
জ্বলে উঠা মাটি আজ নিমিষেই হারায় প্রাণ।
প্রণয়ের ডোরে আবদ্ধ জীর্ণ কুটিরে
কালচক্রে ঘুরে জীবন টেবিলে টেবিলে,
বাতাসে ভেসে আসে সদ্য বিবাহিতার ঘ্রাণ।
একাত্মে মিশে যায় শুভ্র মেঘরাশি
অঝোর বৃষ্টিতে প্লাবিত হয় সত্যে অসত্যে,
বিক্ষুব্ধের মিছিল করে আজ নদী বয় উজান।
শিরায় শিরায় জেগে ওঠে শ্লোগান
থেমে যায় পৃথিবী বারুদের ঝংকারে,
সভ্যতার অপমৃত্যু রক্তে ভাসে দেয় জানান।
ব্যস্ত নগরীর এক প্রান্তের ঝুপড়ি ঘরে
বসে বসে দেখে যায় পূর্ণিমা অমাবস্যা
হায়নার কাছে নেই আজ কোন নীতি বিধান।
_________
১৩/০৯/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)
কেউবা বাহবা দেয়, কেউ পুলক জাগায় মনে,
আরশিতে ফুটে ওঠে অসাড় মানবতার গান।
ক্ষত বিক্ষত বক্ষ মর্দনে তৃপ্তি পায়
নিষিদ্ধ নগরীর প্রহরাধীন মেঘ বালিকার,
জ্বলে উঠা মাটি আজ নিমিষেই হারায় প্রাণ।
প্রণয়ের ডোরে আবদ্ধ জীর্ণ কুটিরে
কালচক্রে ঘুরে জীবন টেবিলে টেবিলে,
বাতাসে ভেসে আসে সদ্য বিবাহিতার ঘ্রাণ।
একাত্মে মিশে যায় শুভ্র মেঘরাশি
অঝোর বৃষ্টিতে প্লাবিত হয় সত্যে অসত্যে,
বিক্ষুব্ধের মিছিল করে আজ নদী বয় উজান।
শিরায় শিরায় জেগে ওঠে শ্লোগান
থেমে যায় পৃথিবী বারুদের ঝংকারে,
সভ্যতার অপমৃত্যু রক্তে ভাসে দেয় জানান।
ব্যস্ত নগরীর এক প্রান্তের ঝুপড়ি ঘরে
বসে বসে দেখে যায় পূর্ণিমা অমাবস্যা
হায়নার কাছে নেই আজ কোন নীতি বিধান।
_________
১৩/০৯/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন