“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

সভ্যতার অপমৃত্যু


   
।।      রফিক উদ্দিন লস্কর      ।।

(C)Image:ছবি










ব্যর্থ কাজের খতিয়ান দেখতে দেখতে
কেউবা বাহবা দেয়, কেউ পুলক জাগায় মনে,
আরশিতে ফুটে ওঠে অসাড় মানবতার গান।
ক্ষত বিক্ষত বক্ষ মর্দনে তৃপ্তি পায়
নিষিদ্ধ নগরীর প্রহরাধীন মেঘ বালিকার,
জ্বলে উঠা মাটি আজ নিমিষেই হারায় প্রাণ।
 
প্রণয়ের ডোরে আবদ্ধ জীর্ণ কুটিরে
কালচক্রে ঘুরে জীবন টেবিলে টেবিলে,
বাতাসে ভেসে আসে সদ্য বিবাহিতার ঘ্রাণ।
 
একাত্মে মিশে যায় শুভ্র মেঘরাশি
অঝোর বৃষ্টিতে প্লাবিত হয় সত্যে অসত্যে,
বিক্ষুব্ধের মিছিল করে আজ নদী বয় উজান।
শিরায় শিরায় জেগে ওঠে শ্লোগান
 
থেমে যায় পৃথিবী বারুদের ঝংকারে,
সভ্যতার অপমৃত্যু রক্তে ভাসে দেয় জানান।
ব্যস্ত নগরীর এক প্রান্তের ঝুপড়ি ঘরে
বসে বসে দেখে যায় পূর্ণিমা অমাবস্যা
হায়নার কাছে নেই আজ কোন নীতি বিধান।
_________
১৩/০৯/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)


কোন মন্তব্য নেই: