।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
ওদের
বলতে শুনেছি--
"দুমুঠো মুখে দিয়ে বাঁচবার সংগ্রাম-- চলছে চলবে,
ছোটছোট কলিদের ফুটবার সংগ্রাম-- চলছে চলবে।"
যারা বলেছিল ওরা এখন নেই,
হাওয়াঘরেই জেগে আছে গুঞ্জন।
"দুমুঠো মুখে দিয়ে বাঁচবার সংগ্রাম-- চলছে চলবে,
ছোটছোট কলিদের ফুটবার সংগ্রাম-- চলছে চলবে।"
যারা বলেছিল ওরা এখন নেই,
হাওয়াঘরেই জেগে আছে গুঞ্জন।
এখন
সময়ের ভীষণ ক্ষুধা।
ক্ষুধার্ত শরীর আগুনসিঁড়ি ।
দুমুঠোর শান্তি নেই,
ফুটন্ত কলিও শান্ত নয়।
কোথাও পেটের দায়, কোথাও হায়নাগিরি।
ক্ষুধার্ত শরীর আগুনসিঁড়ি ।
দুমুঠোর শান্তি নেই,
ফুটন্ত কলিও শান্ত নয়।
কোথাও পেটের দায়, কোথাও হায়নাগিরি।
সেই
পুরোনো স্লোগানের সাথে আরও
আরও আত্মচীৎকার যোগ হয়ে এ সময় বলছে--
দুমুঠো ছিনিয়ে বাঁচবার সংগ্রাম-- চলছে চলবে,
হায়নার বুক চিরে টিকবার সংগ্রাম-- চলছে চলবে।
আরও আত্মচীৎকার যোগ হয়ে এ সময় বলছে--
দুমুঠো ছিনিয়ে বাঁচবার সংগ্রাম-- চলছে চলবে,
হায়নার বুক চিরে টিকবার সংগ্রাম-- চলছে চলবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন