“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮

কিছু কথা তোমার জন্য- ৩৭

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি










দের বলতে শুনেছি--
"দুমুঠো মুখে দিয়ে বাঁচবার সংগ্রাম-- চলছে চলবে,
ছোটছোট কলিদের ফুটবার সংগ্রাম-- চলছে চলবে।"
যারা বলেছিল ওরা এখন নেই,
হাওয়াঘরেই জেগে আছে গুঞ্জন।
এখন সময়ের ভীষণ ক্ষুধা।
ক্ষুধার্ত শরীর আগুনসিঁড়ি ।
দুমুঠোর শান্তি নেই,
ফুটন্ত কলিও শান্ত নয়।
কোথাও পেটের দায়, কোথাও হায়নাগিরি।
সেই পুরোনো স্লোগানের সাথে আরও
আরও আত্ম
চীৎকার যোগ হয়ে এ সময় বলছে--
দুমুঠো ছিনিয়ে বাঁচবার সংগ্রাম-- চলছে চলবে,
হায়নার বুক চিরে টিকবার সংগ্রাম-- চলছে চলবে।


কোন মন্তব্য নেই: