।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
ঈশ্বর, আমার
ভেতর তোমার জাত, না তোমার ভেতর আমার ?
জাত দেখালে অনেক,
তোমারও অনেক জাত দেখেছি।
তোমার জাতের কাছে ফল মেলে না,
কল মেলে,
ভক্ত নামের রক্তে ভেজা কল,
ছল করেই ভয় দেখাও।
জাত দেখালে অনেক,
তোমারও অনেক জাত দেখেছি।
তোমার জাতের কাছে ফল মেলে না,
কল মেলে,
ভক্ত নামের রক্তে ভেজা কল,
ছল করেই ভয় দেখাও।
আলাদা
পথ, ভিন্ন পোশাক, রকমারি অস্ত্র,
তুমি কি ঈশ্বর ?
কার ঈশ্বর ?
ঘরে ঘরে দালাল রেখে ঘর ভাঙো !
তোমার চাপ তাপ নিয়ে ঈশ্বরদত্ত হতে চাই না।
তুমি কি ঈশ্বর ?
কার ঈশ্বর ?
ঘরে ঘরে দালাল রেখে ঘর ভাঙো !
তোমার চাপ তাপ নিয়ে ঈশ্বরদত্ত হতে চাই না।
আমাদের
উপরওয়ালা সেজে খবরদারি করো
তুমি কোন ঈশ্বর !
স্বর্গ নামের স্বপ্নপুরী যদি মৃত্যুর ওপারে,
যদি অসহায় মানুষের কান্না বোঝো না,
যদি তোমার আগে মৃত্যু এসে হাজির হতে পারে,
তবে আমার ঈশ্বর আমি, তুমি নও।
তুমি কোন ঈশ্বর !
স্বর্গ নামের স্বপ্নপুরী যদি মৃত্যুর ওপারে,
যদি অসহায় মানুষের কান্না বোঝো না,
যদি তোমার আগে মৃত্যু এসে হাজির হতে পারে,
তবে আমার ঈশ্বর আমি, তুমি নও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন