।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
প্রতিদিন
আলোয় সমাপ্তির খোঁজ
এক নিয়মিত মহড়া।
এক নিয়মিত মহড়া।
সমাপ্তি
এক শূন্যতার নাম।
শূন্যতা
মানেই অদৃশ্য,
অদৃশ্য থেকে ভেসে ওঠে জীবন এবং দর্শন।
অদৃশ্য থেকে ভেসে ওঠে জীবন এবং দর্শন।
অদৃশ্যে
অনন্ত ঘুম আকাশের,
স্বপ্ন কিছু উড়ে উড়ে ঘুরে বেড়ায়।
স্বপ্ন কিছু উড়ে উড়ে ঘুরে বেড়ায়।
রশ্মিও
নিজের রূপ দেখাতে চায়,
দেখতে চায় সৈকতের কত প্রেম রূপে।
দেখতে চায় সৈকতের কত প্রেম রূপে।
যদিও
সূর্য কোনো ডুবুরি নয়,
দিনের শেষে আলোটাই ডুবে।
দিনের শেষে আলোটাই ডুবে।
দিনের
শেষ আলো ওড়না বিছিয়ে ঘুমোলেই
সাগরজলে জোয়ার আসে।
সাগরজলে জোয়ার আসে।
যত
সব দেনা- পাওনার হিসেব করে দেখি--
মনের জলবিছানায় জীবিকার ঘুম নেই।
মনের জলবিছানায় জীবিকার ঘুম নেই।
বুকে
জমা ইচ্ছেমায়ায় নীল চোখ,
চেয়ে থাকে জলশিল্প।
চেয়ে থাকে জলশিল্প।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন