“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮

অবিশ্বাস


























।।    রফিক উদ্দিন লস্কর   ।।



বটুকু দিয়েছি উজাড় করে
আমারই আছে যতো, 
নিজেই আজ পালিয়ে বেড়ায়
ফেরারি পাখির মতো।
আমি নই ওস্তাদ নই অভিনেতা 

নহি কোন জাদুকর, 

হাসিমুখ দেখে বুঝে নাই কেহ
ভাঙা যে মনের ঘর। 

এ দুর্দিনে শুনিবে কি কেহ আর
আমারি কষ্টের কথা,
হারিয়ে গিয়েছে যে ছিল শোনার 

সবচেয়ে মনযোগী শ্রোতা।
___________
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কোন মন্তব্য নেই: