।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
ঋতুকে
বদলে যেতে দেখেই পরিযায়ী পাখিতে আকাশ ভারী। সারসের সাথে এদের অনেকটাই মিল। ভালো
স্মারকের খোঁজে গলা উঁচিয়ে ঘুরে বেড়ায় জলাজমি। এই সব পরিযায়ীরা প্রবন্ধের প্রতারণা, গল্পের
গাফিলতি, উপন্যাসের উন্নাসিকতা, কবিতার
কবিরাজি।
মিনার স্বপ্নে সুস্থ নয় কোনো দেশ, কোনো ভাষা।
এই বেসুরো প্রজাতি যদি চায় তবে হতে পারে কালজয়ী ঝাড়ুদার-- শব্দ- বর্ণ- রঙে।
টর্নেডোর মতো উড়িয়ে নিতে পারে কষ্টকথা।
চেনা
পায়রায় খোলা আছে জানলা। ভোমরা-মেঘের ডাঙা পেরিয়ে পরিযায়ীদের উড়ে যেতে দেখে
বকবকম্ করেই নেমে আসে মনের উঠোনে। এরা পরিযায়ী নয়, মনপাখির বাঁধন খুলে গেলে
যদি বা আকাশ ছুঁতে চায়, ঠিক সময় ঘুরেফিরে ফিরেই আসে মাইকেলি
পথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন