।। আ.জাহিদ রুদ্র ।।
(C)Image:ছবি |
আর
ক'দিন বাকি!
আর নয় বাকি, সময় দোরগোড়ায়
প্রবীণ ঠকছে তারে প্রজন্ম রসাতলে
শনি ঘাড়ে, নিশুতি বর্বর অভিযুক্ত আস্ফালনে।
আর নয় বাকি, সময় দোরগোড়ায়
প্রবীণ ঠকছে তারে প্রজন্ম রসাতলে
শনি ঘাড়ে, নিশুতি বর্বর অভিযুক্ত আস্ফালনে।
মরুক
তবু মুখে কুলুপ ঐ বজ্জাত মগজে
কাজল সানগ্লাসে প্রগাঢ় লাল সিগনাল
হটসিটে শূন্য হৃদ
ভাবছো
শব্দ জোড়া দেবে, ব্যস্ত অভিসম্পাতে।
কাজল সানগ্লাসে প্রগাঢ় লাল সিগনাল
হটসিটে শূন্য হৃদ
ভাবছো
শব্দ জোড়া দেবে, ব্যস্ত অভিসম্পাতে।
হাঁটু
জলে ভয় তবু উড়াও বিজয় কেতন
শক্ত শেকড়ে গৌরব-ঐশ্বর্য!
ফিরনি-পায়েসে সাধুবাদী যুক্তি
আমি না ই দেখবো, তোরা দেখবি
বদলাবে ওরা ন্যায় সঙ্গত যুক্তি, ফুরাবে কালি!
শক্ত শেকড়ে গৌরব-ঐশ্বর্য!
ফিরনি-পায়েসে সাধুবাদী যুক্তি
আমি না ই দেখবো, তোরা দেখবি
বদলাবে ওরা ন্যায় সঙ্গত যুক্তি, ফুরাবে কালি!
ঠ্যাং
ভাঙছে ইচ্ছাধারি নাগ-নাগী
বাটখারায় ওজন বাড়ছে
খেজুর স্বাদিষ্ঠ বেশধারী
বেলাল্লাপনায় সহচরী স্বঘোষিত নির্বাচক
ফেরার নির্দ্বিধায় বনেদি ঘ্রাণে সহযাত্রী
তাই, নাড়ির সাথে আড়ি।
বাটখারায় ওজন বাড়ছে
খেজুর স্বাদিষ্ঠ বেশধারী
বেলাল্লাপনায় সহচরী স্বঘোষিত নির্বাচক
ফেরার নির্দ্বিধায় বনেদি ঘ্রাণে সহযাত্রী
তাই, নাড়ির সাথে আড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন