“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১ অক্টোবর, ২০১৮

নিষ্প্রাণ

(C)Image:ছবি

    




















     ।। সিক্তা বিশ্বাস ।।
                
চিনপুরে আছো বেশ 
চির শান্তি মগ্ন আবেশ
নেইকো কোন পিছুটান
 
কোথায় সাথী কোথায় সন্তান !
ভাসছে তারা তুমি হারা
ঝুঁঝছে দ্বন্দ্বে আপন কা'রা !?
ছুটছে তাঁরা কেমন দিশেহারা
 
এ কেমন শান্তি বিবেক ছাড়া !
পড়ে আছে সব এদিক ওদিক
টাল-মাটাল সব দিগ্বিদিক !
শত ভিড়ে ঠেকছে কেমন
  
  একাকীত্বে ভরা সর্বদিক !
স্মৃতির পাতায় কতো ছবি 
আঁকতে ব্যস্ত নীরব কবি ...
চির জ্বলন্ত রয়েছে তবুও
বেজান হচ্ছে আজ যে সবই !!!
        **************
        (ঝোড়োমেঘ)
                    ১-১০-১৮ ইং ,
                         শিলংl

কোন মন্তব্য নেই: