(C)Image:ছবি |
।। সিক্তা বিশ্বাস ।।
অচিনপুরে আছো বেশ
চির শান্তি মগ্ন আবেশ
নেইকো কোন পিছুটান
কোথায় সাথী কোথায় সন্তান !
চির শান্তি মগ্ন আবেশ
নেইকো কোন পিছুটান
কোথায় সাথী কোথায় সন্তান !
ভাসছে তারা তুমি হারা
ঝুঁঝছে দ্বন্দ্বে আপন কা'রা !?
ছুটছে তাঁরা কেমন দিশেহারা
এ কেমন শান্তি বিবেক ছাড়া !
ঝুঁঝছে দ্বন্দ্বে আপন কা'রা !?
ছুটছে তাঁরা কেমন দিশেহারা
এ কেমন শান্তি বিবেক ছাড়া !
পড়ে আছে সব এদিক ওদিক
টাল-মাটাল সব দিগ্বিদিক !
শত ভিড়ে ঠেকছে কেমন
একাকীত্বে ভরা সর্বদিক !
টাল-মাটাল সব দিগ্বিদিক !
শত ভিড়ে ঠেকছে কেমন
একাকীত্বে ভরা সর্বদিক !
স্মৃতির পাতায় কতো ছবি
আঁকতে ব্যস্ত নীরব কবি ...
চির জ্বলন্ত রয়েছে তবুও
বেজান হচ্ছে আজ যে সবই !!!
আঁকতে ব্যস্ত নীরব কবি ...
চির জ্বলন্ত রয়েছে তবুও
বেজান হচ্ছে আজ যে সবই !!!
**************
(ঝোড়োমেঘ)
১-১০-১৮ ইং ,
শিলংl
১-১০-১৮ ইং ,
শিলংl
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন