।। রফিক
উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
একটা সবুজ রঙের
পেন্সিল চাই
আলপনা এঁকে দেবো ধূসর মাটিতে
রং পালটে যাবে জং ধরা মনের।
বাড়বে তাতে চোখের জ্যোতি
এ বিশ্বকে দেখবে নতুন করে
মনের বারান্দায় ফোটবে কুসুম।
মৌনতার আকাশ হতে ঝরবে বৃষ্টি
খুলে যাবে বদ্ধ ঘরের সকল দরজা
চাই শুধু একটি অমলিন ভাবের মন।
কলুষতার চারদেয়াল টপকে
আসতে হবে একরাশ প্রেম নিয়ে
তাতেই মঙ্গল তোমার আমার সবার।
আলপনা এঁকে দেবো ধূসর মাটিতে
রং পালটে যাবে জং ধরা মনের।
বাড়বে তাতে চোখের জ্যোতি
এ বিশ্বকে দেখবে নতুন করে
মনের বারান্দায় ফোটবে কুসুম।
মৌনতার আকাশ হতে ঝরবে বৃষ্টি
খুলে যাবে বদ্ধ ঘরের সকল দরজা
চাই শুধু একটি অমলিন ভাবের মন।
কলুষতার চারদেয়াল টপকে
আসতে হবে একরাশ প্রেম নিয়ে
তাতেই মঙ্গল তোমার আমার সবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন