“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮

পরিবর্তন

।।       রফিক উদ্দিন লস্কর       ।।



(C)Image:ছবি











কটা সবুজ রঙের পেন্সিল চাই
আলপনা এঁকে দেবো ধূসর মাটিতে
রং পালটে যাবে জং ধরা মনের।
বাড়বে তাতে চোখের জ্যোতি
এ বিশ্বকে দেখবে নতুন করে
মনের বারান্দায় ফোটবে  কুসুম।
মৌনতার আকাশ হতে ঝরবে বৃষ্টি 
খুলে যাবে বদ্ধ ঘরের সকল দরজা
চাই শুধু একটি 
মলিন ভাবের মন।
কলুষতার চারদেয়াল টপকে
আসতে হবে একরাশ প্রেম নিয়ে
তাতেই মঙ্গল তোমার আমার সবার।

কোন মন্তব্য নেই: