।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
অনেক সুযোগ থাকা সত্ত্বেও
এলোমেলো হয়ে যায় সব,
অভিশাপ আর পাপে ভরা
আজ যা করি অনুভব।
এলোমেলো হয়ে যায় সব,
অভিশাপ আর পাপে ভরা
আজ যা করি অনুভব।
পড়ে
আছি এক অতল গর্তে
থামে না মোর স্বপ্ন দেখা,
এগিয়ে যাই অনেকটা পথ
ফেরার সেই পথটা বাঁকা।
থামে না মোর স্বপ্ন দেখা,
এগিয়ে যাই অনেকটা পথ
ফেরার সেই পথটা বাঁকা।
তবুও
আমি রোজ স্বপ্ন দেখি
নতুন করে যে বাঁচতে চাই,
বাধা দেয় আমার তীব্র অনুভূতি
যা ফেরানোর শক্তি নাই।
নতুন করে যে বাঁচতে চাই,
বাধা দেয় আমার তীব্র অনুভূতি
যা ফেরানোর শক্তি নাই।
শুভ্র
মেঘের মতো স্বপ্ন ও সাধ
নীল আকাশে ঘুরতে থাকে,
দূর হতে হাতটি বাড়িয়ে তার
দিবানিশি আমায় ডাকে।
নীল আকাশে ঘুরতে থাকে,
দূর হতে হাতটি বাড়িয়ে তার
দিবানিশি আমায় ডাকে।
আজ
যা আছে আমার মাঝে
তা মনে পড়ে বার বার,
পূরণ হবে কি সব চাওয়া পাওয়া
হিসেব মিলবে কি তার?
তা মনে পড়ে বার বার,
পূরণ হবে কি সব চাওয়া পাওয়া
হিসেব মিলবে কি তার?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন