।। সিক্তা বিশ্বাস ।।
জীবন যে ভাই রঙের বাহার ,
বন্ধু-বান্ধব সেই রঙ-আধার •••
নিত্য-নতুন রঙের সাজ ,
সংখ্যা গরিষ্ঠতাই পরিচয় আজ l
নেই সেই সে দিনের শৈশব কাল ,
যখন বন্ধুত্ব হতো শর্তবিহীন ঝোঁক বা খেয়াল !
কখন কোন খেলার তালে ,
বন্ধুত্ব জুটতো বন্ধুর কপালে l
সীমিত সংখ্যা পরম ধন ,
খেয়াল-খুশিই মাণিক রতন •••
অন্তরঙ্গতা নিমিত্ত-যতন
আজ বিচিত্র কত হাল-ফ্যাশন !!
বন্ধুত্বের শর্তে অনুরোধ চাই !
দেখেশুনে মিউচুয়াল বুঝে
বন্ধুত্ব হবে রে ভাই !
সমানে সমানে কুস্তি ছিল নীতির তাল,
বাড়বে ঘনত্ব গভীর হবে ইয়ারি-দোস্তি
আজ কেবলই বিগত দিনের অচল-খেয়াল !
অধুনা-ফ্যাশনে বয়সের লেহাজ যে মানেনা হাল !!
আবাল- বৃদ্ধ সবাই বুঝি সবার ইয়ার দোস্ত ----
চ্যাটবাজি ও হাসি-ঠাট্টায় মস্ত-তন্দুরুস্ত্•••
ছোট-বড়তে নেই কোন মান্যমানতা আজ
যেমন খুশি তেমন চলা •••শুধুই চলিত রেওয়াজ ••••
বন্ধুত্ব যেন আলমারি বোঝাই রঙ-বেরঙি কাপড়-জামা
নিত্য-নতুন পাল্টে পড়াতেই স্টাইলিশ প্রমাণ ওঠা-নামা !
ছিল সেদিন মনের মত দু-চারখানা কাপড়-জামার দিন ,
এরই মধ্যে মার্জিত পরিচয় রুচিকর ও সম্ভ্রমের অধীন l
এতো চটক এই সেকেলে মনে ঠেকে কেমন অরুচিকর !
কেবলই ভাবি সব সরিয়ে আবার সাজাই নতুন স্তর !
মনের মত রাখি চারখানা শুধু স্বচ্ছ-স্ফটিক জামা •••
হর হালেতে মানানসই ,চমকপ্রদ বন্ধুত্ব হৃদয়নামা ll
বন্ধু-বান্ধব সেই রঙ-আধার •••
নিত্য-নতুন রঙের সাজ ,
সংখ্যা গরিষ্ঠতাই পরিচয় আজ l
নেই সেই সে দিনের শৈশব কাল ,
যখন বন্ধুত্ব হতো শর্তবিহীন ঝোঁক বা খেয়াল !
কখন কোন খেলার তালে ,
বন্ধুত্ব জুটতো বন্ধুর কপালে l
সীমিত সংখ্যা পরম ধন ,
খেয়াল-খুশিই মাণিক রতন •••
অন্তরঙ্গতা নিমিত্ত-যতন
আজ বিচিত্র কত হাল-ফ্যাশন !!
বন্ধুত্বের শর্তে অনুরোধ চাই !
দেখেশুনে মিউচুয়াল বুঝে
বন্ধুত্ব হবে রে ভাই !
সমানে সমানে কুস্তি ছিল নীতির তাল,
বাড়বে ঘনত্ব গভীর হবে ইয়ারি-দোস্তি
আজ কেবলই বিগত দিনের অচল-খেয়াল !
অধুনা-ফ্যাশনে বয়সের লেহাজ যে মানেনা হাল !!
আবাল- বৃদ্ধ সবাই বুঝি সবার ইয়ার দোস্ত ----
চ্যাটবাজি ও হাসি-ঠাট্টায় মস্ত-তন্দুরুস্ত্•••
ছোট-বড়তে নেই কোন মান্যমানতা আজ
যেমন খুশি তেমন চলা •••শুধুই চলিত রেওয়াজ ••••
বন্ধুত্ব যেন আলমারি বোঝাই রঙ-বেরঙি কাপড়-জামা
নিত্য-নতুন পাল্টে পড়াতেই স্টাইলিশ প্রমাণ ওঠা-নামা !
ছিল সেদিন মনের মত দু-চারখানা কাপড়-জামার দিন ,
এরই মধ্যে মার্জিত পরিচয় রুচিকর ও সম্ভ্রমের অধীন l
এতো চটক এই সেকেলে মনে ঠেকে কেমন অরুচিকর !
কেবলই ভাবি সব সরিয়ে আবার সাজাই নতুন স্তর !
মনের মত রাখি চারখানা শুধু স্বচ্ছ-স্ফটিক জামা •••
হর হালেতে মানানসই ,চমকপ্রদ বন্ধুত্ব হৃদয়নামা ll
******************
(ঝোড়োমেঘ )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন